ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ধর্ষণ-ভিডিও’র ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ধর্ষণ-ভিডিও’র ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ

ঢাকা: তুরাগ নদীর তীরে বেড়াতে যাওয়া এক পোশাককর্মীকে ধর্ষণ করে তার ভিডিও ধারণের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এস এইচ নুরুল হুদা জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান।

 

তিনি জানান, ধর্ষণের শিকার সেই পোশাককর্মীকে খুঁজে বের করতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। পরে ঢাকার সিএমএম আদালতে নিয়ে তার জবানবন্দি রেকর্ড করানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ০২ ফেব্রুয়ারি ঢাকার এসপি ও আশুলিয়া থানার ওসিকে এ বিষয়ে  অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
একটি বেসরকারি রেডিওতে প্রচারিত প্রতিবেদন নজরে এলে এ আদেশ দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।