ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরী আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, ডিসেম্বর ১৫, ২০১৬
হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরী আর নেই জে এন দেব চৌধুরী

হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ঢাকা: হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, জে এন দেব চৌধুরী ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

বিচারপতি জে এন দেব চৌধুরীর গ্রামের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায়। তিনি ১৯৬৫ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জিতেন্দ্র নারায়ণ দেব চৌধুরী ও মায়ের নাম খুশি রানী চৌধুরী।

জে এন দেব চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করে ১৯৯২ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইন পেশায় দীর্ঘদিন ধরে কর্মরত থাকার পর গত বছরের ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।