bangla news

ঋণ জালিয়াতির মামলায় ফজলুস সোবহানের জামিন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৯-২৫ ৯:৪৪:৫৩ এএম

৫৮ কোটি টাকার ঋণ জালিয়াতির দুই মামলায় বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ঢাকা: ৫৮ কোটি টাকার ঋণ জালিয়াতির দুই মামলায় বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

 
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
 
৫৮ কোটি টাকা ঋণ জালিয়ায়তির ঘটনায় গত বছর নগরীর গুলশান ও মতিঝিল থানায় মামলা দু’টি দায়ের করে দুদক। এ মামলায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ফজলুস সোবহানকে আসামি করা হয়।
 
এ দুই মামলায় গত ০৮ সেপ্টেম্বর হাইকোর্ট ফজলুস সোবহানকে জামিন দেন। এ জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

খুরশীদ আলম খান জানান, ৩১ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করা হয়েছে। ফলে ওই আসামি কারাগার থেকে বের হতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫,২০১৬
ইএস/এএসআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-09-25 09:44:53