ঢাকা, বুধবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব

ঢাকা: কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০১৬-১৭ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক সংবাদের কোর্ট রিপোর্টার মো. মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার মো. আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ জুন) ঢাকার জেলা জজ আদালতের নতুন ভবনের সভা কক্ষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা, ঢাকার সিএমএম শেখ হাফিজুর রহমান, ঢাকার সিজেএম জেসমিন আরা বেগম, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়ুবুর রহমান ও অ্যাসোসিয়েশনের সব সদস্যের উপস্থিতিতে ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক ডেসটিনির কোর্ট রিপোর্টার মশিহুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কোর্ট রির্পোটার তুহিন হাওলাদার, কোষাধ্যক্ষ পদে দৈনিক জনকণ্ঠের কোর্ট রির্পোটার সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি, দফতর ও প্রচার সম্পাদক পদে দৈনিক সকালের খবরের কোর্ট রিপোর্টার মো. গাফফার হোসেন ইমন, সদস্য পদে প্রথম আলোর কোর্ট রিপোর্টার প্রশান্ত কুমার কর্মকার, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের কোর্ট রিপোর্টার মবিনুল ইসলাম ও দৈনিক আমাদের সময়ের কোর্ট রিপোর্টার রহমান জাহিদকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের দ্বারা নির্বাচিত আটজন সিলেকশন কমিটির সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করেন।

সিলেকশন কমিটিতে ছিলেন দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার শাহজাহান খান, মানবজমিনের কোর্ট রিপোর্টার আব্দুল হক ভূঁইয়া, ইনকিলাবের কোর্ট রিপোর্টার সৈয়দ আহমেদ গাজী, দৈনিক ইন্ডিপেন্ডেন্টের কোর্ট রিপোর্টার মঞ্জুরুল আলম, দৈনিক কালের কণ্ঠের কোর্ট রিপোর্টার আশরাফুল আলম, দৈনিক ডেসটিনির কোর্ট রিপোর্টার মশিহুর রহমান ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের কোর্ট রিপোর্টার মবিনুল ইসলাম।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বারের সাধারণ সম্পাদক অ্যাড. আয়ুবুর রহমান, সহ-সভাপতি অ্যাড. ফরহাদ হোসেন ও অ্যাড. রেজাউল করিম হিরণ।

নির্বাচিত কার্যকরী কমিটি এক বছরের জন্য তিন সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করেন। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন দৈনিক ইত্তেফাকের শাহাজাহান খান, দৈনিক ইনকিলাবের কোর্ট রিপোর্টার সৈয়দ আহমেদ গাজী ও দৈনিক মানবজমিন পত্রিকার কোর্ট রিপোর্টার আবদুল হক ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এমআই/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।