ঢাকা, বুধবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
নড়াইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নড়াইল: নড়াইল পৌরসভায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. ইব্রাহিম (২৩ ) নামে এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ দণ্ডাদেশ দেন।

ইব্রাহিম একই পৌরসভার মাছিমদিয়া গ্রামের আলাউদ্দিন মিনার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক ছাত্রী সকালে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ইব্রাহিম তাকে জড়িয়ে ধরে। এসময় মেয়েটি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ও ইব্রাহিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।