ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

ঝালকাঠিতে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, এপ্রিল ১৩, ২০১৬
ঝালকাঠিতে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

বরিশাল (ঝালকাঠি): ঝালকাঠিতে শিশু হত্যার দায়ে পলাশ মৃধা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা. বজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশ প্রাপ্ত পলাশ জেলার কাঁঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের গোপাল মৃধার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এম আলম খান কামাল জানান, ২০১০ সালে একই গ্রামের স্বপন হাওলাদারের মেয়ে তুলি রানীকে (৬) লক্ষ্য করে ইট ছুড়ে মারেন পলাশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বপন হাওলাদার বাদী হয়ে পলাশকে আসামি করে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পলাশের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে সাক্ষীদের সাক্ষগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।