বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তা (নবম গ্রেডের নিচে নয়) বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা (পঞ্চম গ্রেডের নিচে নয়) মনোয়নের বিধান সম্বলিত প্রজ্ঞাপনের কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
সুপ্রিম কার্টের এক আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে বুধবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম ও ব্যারিস্টার রুহুল কাইয়ূম।
অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম জানান, ৩১ আগস্ট এসআরও নং৩৪৪/২০২৫ জারি করে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ সংশোধন করে সভাপতি পদ শুধু মাত্র সরকারী কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করেন। সেটির আলোকে ৩০ নভেম্বরের মধ্যে নতুন কমিটি করার নির্দেশ দেন। আদালত রুল জারি করে এর কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছেন।
ইএস/এএটি