ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আইন ও আদালত

শিশু নোমান হত্যা: একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, আগস্ট ১৮, ২০২৫
শিশু নোমান হত্যা: একজনের যাবজ্জীবন আব্দুল্লাহ আল নোমান

গাজীপুরে শিশু আব্দুল্লাহ আল নোমান (৫) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (১৮ আগস্ট) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক অমিত কুমার দে এই রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত হলেন, দিনাজপুরের কাহারুল থানার শুলিয়ারা এলাকার মৃত আব্দুর জব্বার আলীর ছেলে বাবু ইসলাম (২২)। তিনি গাজীপুরে জয়দেবপুর থানা বানিয়ার চালা এলাকায় ভাড়া থাকতেন।  

নিহত আব্দুল্লাহ আল নোমান গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ অক্টোবর গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় বাড়ির পাশে কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিল আব্দুল্লাহ আল নোমান। এসময় বাবু ইসলাম তাকে ডেকে নিয়ে যায়। এরপর নোমানকে তার পরিবার খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তার সাথে খেলাধুলা করছিল ওই শিশুদের জিজ্ঞাসা করা হলে তারা জানায় বাবু ইসলাম নোমানকে ডেকে নিয়ে গেছে। পরে বাবু ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে বাবু ইসলাম স্বীকার করে নোমানকে হত্যার পর লাশ স্কুল ব্যাগে ভরে টঙ্গীর গাজীপুরা এলাকায় ময়লার স্তূপে ফেলে দিয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে শিশু নোমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় দীর্ঘ‌ শুনানি শেষে বাবু ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।  

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজিবুরকে খালাস দেওয়া হয়।  

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ