ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আইন ও আদালত

মুফতি ফয়জুলের মেয়র ঘোষণার আবেদন খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, মে ৫, ২০২৫
মুফতি ফয়জুলের মেয়র ঘোষণার আবেদন খারিজ আদালত প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদে‌শের নেতাকর্মী।

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করার আবেদন খারিজ করেছেন আদালত।

সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো হাসিবুল হাসান এ আদেশ দেন।



ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মো হানিফ মিয়া জানান, ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেছেন। তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা।

২০২৩ সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করার জন্য ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা হয়। ২৪ এপ্রিল এ আবেদনের শুনানির তারিখ ৫ মে নির্ধারণ করেন বিচারক।  

এদিকে আদেশ ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদে‌শের নেতাকর্মীদে‌র উপ‌স্থিতি ছিল লক্ষণীয়।  

এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।