ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় মা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় মা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন 

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস মামলার নয়জন অভিযুক্ত আসামির মধ্যে পাঁচজনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

একই সঙ্গে যাবজ্জীবনপ্রাপ্তদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে মামলার আসামি করিম উদ্দিনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়ে বাকিদের এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আকরাম হোসেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন। এর মধ্যে হাজেরা খাতুন, কুতুব উদ্দিন ও ছইব উদ্দিন পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে শত্রুতার জেরে ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরদিন মৃত হাবিবুরের মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় অভিযুক্ত নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তি-তর্ক শেষে আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মামলায় আসামিপক্ষে অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন এবং মাজেদুর রহমান রনি মামলাটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।