ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নিম্ন আদালতের কর্ম পরিবেশ উন্নয়নে ৩ নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
নিম্ন আদালতের কর্ম পরিবেশ উন্নয়নে ৩ নির্দেশনা

ঢাকা: আদালতের কর্মপরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত বিষয়ে ১০ কার্য দিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। যে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে সেগুলো- 

এক. পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ ও আইনগতভাবে নিষিদ্ধ বিধায় অধস্তন আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করা।

দুই. জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান মাতৃদুগ্ধপান কেন্দ্রগুলো ব্যবহার উপযোগী করা।

তিন.জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে নারী ও পুরুষ বিচারপ্রার্থীর জন্য পৃথক শৌচাগার স্থাপন এবং প্রযোজ্যক্ষেত্রে বিদ্যমান শৌচারগারগুলো ব্যবহার উপযোগী করা।

গত ১২ আগস্ট এ আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা,আগস্ট ১৪, ২০২৪
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।