bangla news

কলকাতায় সড়কের মধ্যে প্রতীকী ফাঁসি দিল চীনা প্রেসিডেন্টকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ৯:১৬:৪৯ পিএম
প্রতীকী ফাঁসি মঞ্চ

প্রতীকী ফাঁসি মঞ্চ

কলকাতা: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দীর্ঘ ৪৫ বছর পর ভারত-চীন সীমান্ত সংঘর্ষের জেরে দুই দেশেরই সেনা সদস্যের মৃত্যু ঘটেছে। ভারতের ২০ সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটা ৭০-এ পৌঁছেছে।

ফলে ক্ষোভে ফুঁসছে কলকাতাসহ ভারত। আর তার জেরেই চীনের প্রেসিডেন্টকে প্রতীকী ফাঁসি দিয়ে প্রতিবাদ জানিয়েছে কলকাতার কংগ্রেসের আইএনটিইউসি সংগঠন।

তবে কুশপুতুল নয়। জীবন্ত মানুষকে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সাজিয়ে তারপর তাকে প্রতীকী ফাঁসি মঞ্চে ফাঁসি দেওয়া হয়। পথ চলতি সাধারনের কাছে অবাক লাগলেও ঠিক এভাবেই চীনের বিরুদ্ধে ধিক্কার জানান তারা। হাতে ছিল চীনা পোস্টার।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুন) মধ্য কলকাতার বিবিগাঙ্গুলী স্ট্রিটের রাজা রামমোহন রায় সরনী স্ট্রিটে।

এছাড়া গত বুধবার থেকে কলকাতায় চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে সব রাজনৈতিক ও অরাজনৈতিক দলগুলো। তার ব্যতিক্রম হয়নি এদিনও।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ১৯, ২০২০
ভিএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   কলকাতা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কলকাতা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2020-06-19 21:16:49