bangla news

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ কলকাতা উপদূতাবাসের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৮ ৯:৫৯:১৯ পিএম
কলকাতা বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

কলকাতা বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

কলকাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অভিনব উদ্যোগ নিচ্ছেন কলকাতার বাংলাদেশ উপ-দুতাবাসের কর্মকর্তারা। এ প্রথম উপদূতাবাসের সব কর্তারা কলকাতা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে আসছেন ১ মার্চ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব মোফাকখারুল ইকবাল বাংলানিউজকে জানান এ তথ্য।

মোফাকখারুল ইকবাল জানান, কলকাতায় এ মিশন সবদিক থেকে গুরুত্বপুর্ণ। বিদেশের মাটিতে এই মিশনেই প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এ মিশন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে পুষ্পামাল্য অর্পণ করে মুজিববর্ষ সুচনা করবে কলকাতায়, এটাই স্বাভাবিক। ১ মার্চ এ মিশন তাই শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর সমাধিতে যাবে।

কলকাতার  উপ-দুতাবাস প্রধান তৌফিক হাসানসহ অন্য কর্তারা এতে উপস্থিত থাকবেন।

এছাড়া আগামী ১৭ই মার্চ উপ-দুতাবাসের উদ্যোগে কলকাতায় শুরু হবে বছরব্যাপী জাতির জনকের শততম জন্মবার্ষিকীর উদযাপনের বিভিন্ন অনুষ্ঠান। কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্রসদনে জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তা শুরু হবে। এসময় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে।

মুক্তিযুদ্ধের ইতিহাসে কলকাতার এ বাংলাদেশ উপদূতাবাসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার পরদিন অর্থাৎ ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪২ মিনিটে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এম হোসেন আলীর নেতৃত্বে ৬৫ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারী।


বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ভিএস/এবি

ক্লিক করুন, আরো পড়ুন :   কলকাতা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কলকাতা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2020-02-28 21:59:19