bangla news

এরশাদের মৃত্যুতে মমতার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৪ ৮:২৩:৫৮ পিএম
হুসেইন মুহম্মদ এরশাদ ও মমতা বন্দ্যোপাধ্যায়

হুসেইন মুহম্মদ এরশাদ ও মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

রোববার (১৪ জুলাই) এক শোকবার্তায় আদতে কোচবিহারের বাসিন্দা এরশাদের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। প্রয়াত এরশাদ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশের সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন। তার প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

হুসেইন মুহম্মদ এরশাদের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান মমতা।

রোববার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
ভিএস/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-14 20:23:58