ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ভারত

ভারতে ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু নভেম্বরে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ১০, ২০১৯
ভারতে ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু নভেম্বরে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কলকাতা: ২০২০ সালে বাংলাদেশে উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। সেই উপলক্ষে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল তৈরি করতে চলেছেন চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’।

চলতি বছরের নভেম্বর মাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং ভারতে শুরু হচ্ছে। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে।

মুক্তি পেতে পারে দুই দেশে একসঙ্গে।

জানা যায়, এটি হবে বঙ্গবন্ধুর জীবন নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন পরিচালক। মঙ্গলবার (৭ মে) এক প্রকার চূড়ান্ত হয়েছে ছবির বিষয় নিয়ে।  

পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, ১৮০ মিনিটে ছবিতে বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম তুলে ধরা হবে বড় পর্দায়। এছাড়া ছবির জন্য গবেষণার কাজে পরিচালকের সহকর্মী অতুল তিওয়ারি আগামী সপ্তাহের শেষে বাংলাদেশে যাবেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৯
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারত এর সর্বশেষ