ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ভারত

কলকাতা মেডিক্যাল কলেজে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
কলকাতা মেডিক্যাল কলেজে আগুন কলকাতা মেডিক্যালে আগুন থেকে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলি

কলকাতা: দুর্গাপূজার আগে কলকাতার বড়বাজারের একাংশ বাগরি মার্কেটে আগুনের আঁচ মানুষের মন থেকে না নিভতেই বুধবার (৩ অক্টোবর) আগুন লাগলো কলকাতা মেডিক্যাল কলেজে। তবে হতাহতের কোনো খবর মেলেনি।

মেডিক্যাল কলেজে কর্তৃপক্ষ ২শ জনের মতো রোগীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে খোলা আকাশের নিচে। এই মুহূর্তে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আগুনের সূত্রপাত হাসপাতাল চত্বরের একটি ওষুধের দোকান থেকে। গোটা হাসপাতালে ছড়িয়ে পড়ে কুণ্ডলি পাঁকানো কালো ধোঁয়া। আতঙ্কে হুড়োহুড়ি লেগে যায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে। বেড থেকে রোগীদের কাউকে হাঁটিয়ে, কাউকে কাপড়ে মুড়ে নিয়ে আসা হয় বাইরে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।

ঘটনাস্থলে গেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ভিতরে ঢুকে তবেই পুরো বিষয়টা খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারত এর সর্বশেষ