ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার কাছে তসলিমার ফের কলকাতাবাসের আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১
মমতার কাছে তসলিমার ফের কলকাতাবাসের আবেদন

কলকাতা: বাংলাদেশের বিতর্কিত লেখক তসলিমা নাসরিন কলকাতায় বসবাসের জন্য ফের মমতা ব্যানার্জির কাছে আবেদন করেছেন।

নয়াদিল্লিতে সাংবদমাধ্যমের কাছে তিনি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির কাছে তিনি কলকাতায় ফিরে আসার অনুমতি চাইছেন।



যদি মমতা তাকে অনুমতি দেন তাহলে তার কাছে এই মুহূর্তে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না এমনটাই তিনি বলছেন।

তসলিমা বলেন,‘ জীবন সহজ নয়, শান্তি তার থেকে বহু দূরে। তবুও সারা বিশ্বে নিজের দেশ ছাড়া শুধু কলকাতার মাটিতেই বোধহয় সেই সন্ধান মেলে। ’

চলতি বছর জুন মাস থেকে নয়াদিল্লিতেই আছেন তসলিমা। তিনি এখন একটি কবিতার বই ও তার আত্মজীবনীর সপ্তম খ- লিখছেন।

আক্ষেপ করে তসলিমা বলেন,‘বির্তক তার পিছু ছাড়বে না। দুর্ভাগ্যবশত স্থায়ী বসবাস তার জন্য নয়। তবুও যদি দিন কাটাতেই হয় তাহলে অন্য কোনও শহরে নয় আজও তিনি কলকাতার মাটিতে শ্বাস নিতে চান। ’

মৌলবাদী হামলার ভয়ে তসলিমা দেশ ছেড়েছেন অনেকদিন। এরপর ইউরোপ এবং ভারতের দিল্লি-কলকাতাসহ বিভিন্ন স্থানে তাকে আশ্রয় নিতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ