ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ফের বার্ড-ফ্লু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১
পশ্চিমবঙ্গে ফের বার্ড-ফ্লু

কলকাতা: আবার বার্ড ফ্লু দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। এবার বাংলাদেশ সীমান্তবর্তী নদীয়া জেলার তেহট্ট ব্লকে।

গত দিন দশেক ধরে এই ব্লকের মনসাতলা ও পুঁটিমারি গ্রামে প্রায় সাড়ে ৮শ‘ মুরগি বার্ড ফ্লুতে মারা গেছে।

বুধবার নদীয়া জেলার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘কয়েক দিন আগেই বার্ড ফ্লু-এর নমুনা ভোপালের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। পরীক্ষা করে জানা গিয়েছে, ওই এলাকায় বার্ড ফ্লু’র প্রকোপ রয়েছে। ’

তবে এরই মধ্যে বার্ড ফ্লু রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। এজন্য আগামী কয়েকদিন তেহট্ট এলাকার ২০-২৫টি গ্রামে পর্যবেক্ষণ করবেন প্রশাসনিক কর্মকর্তারা।

বুধবার সকালে তেহট্টের মহকুমা শাসক বলেন, ‘আজ থেকেই শুরু হয়েছে কালিং। দেওয়া হবে উপযুক্ত ক্ষতিপূরণ। এজন্য ৪০০ কর্মীকে নিয়োগ করা হয়েছ। ’

তিনি আরও বলেন,‘দুটি গ্রামতে ঘিরে চারপাশের ৩ কিলোমিটারের মধ্যকার ৫টি গ্রাম পঞ্চায়েতের ১৩টি  মৌজার মোট ৫১ হাজার মুরগি নিধন করা হবে। সাবধানতার জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ