ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

অভাবের তাড়নায় সপরিবারে আত্মহত্যার চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১
অভাবের তাড়নায় সপরিবারে আত্মহত্যার চেষ্টা

কলকাতা: চুরির অভিযোগে চাকরি হারিয়ে দিশেহারা এক দরিদ্র পরিবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে পুলিশের নজরে পড়ায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।



একই সঙ্গে ভয়াবহ ও মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গে মহাকরণের ভিআইপি গেটের উল্টো দিকে।

মহাকরণ সূত্রে জানা গেছে,  বিকেল ৩টা ১০ মিনিট নাগাদ সঞ্জীব পাল ও শিল্পা পাল নামে এক দম্পতি তাদের দেড় বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে মহাকরণের উল্টো দিকে যাচ্ছিলেন। এরপর তারা মহাকরণের দিকে এগিয়ে এসে একটি পাত্র থেকে নিজেদের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে।

এই ঘটনা এক পুলিশ সদস্যের নজরে পড়লে তিনি তাদের নিবৃত্ত করেন। পরে তাদের মহাকরণে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানিয়েছে, কলকাতার কাছেই উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের বাসিন্দা সঞ্জীব পালকে চুরির অপবাদে চাকরিচ্যুত করেন তার মালিক। কাজ হারিয়ে অভাবের তাড়নায় ও হতাশায় এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। সঞ্জীব একটি স্বর্ণের দোকানে কাজ করতেন।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ