ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্নার প্রশ্নে সরকারের কড়া সমলোচনায় বিজেপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১
আন্নার প্রশ্নে সরকারের কড়া সমলোচনায় বিজেপি

কলকাতা: জন লোকবিল পাসের জন্য আন্না হাজারের আমরণ অনশনের প্রশ্নে সরকারের কড়া সমালোচনা করেছে বিজেপি।

আন্নার দাবি মোতাবেক লোকসভায় প্রণব মুখার্জি বিবৃতির পরে শনিবার জন লোকপাল বিল নিয়ে আলোচনা শুরু হয় লোকসভায়।



এদিন প্রণব মুখার্জি বলেন, ‘লোকপালের ৬টি খসড়া নিয়ে আলোচনা হবে। সংবিধানের রীতি মেনে এই বিষয় নিয়ে আলোচনা হোক, তার বাইরে গিয়ে নয় আন্না হাজারে তার অনশন তুলে নিন। ’

লোকসভার স্পিকার মীরা কুমার এজন্য ৭ ঘণ্টা সময় দেন। প্রয়োজন হলে আরও সময় বাড়ানো হবে বলেও মত প্রকাশ করেন তিনি।

বিজেপির সুষমা স্বরাজ এদিন আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘প্রত্যেক আইডিয়ার একটা নির্দিষ্ট সময় আছে পরিণতি লাভ করার। ১৯৬৮ সালে প্রথমবার এটি পেশ হয়েছিল। এরপরে ৮ বার লোকপাল বিল পেশ হয়। লোকপাল নিয়ে ৪৩ বছর ধরে কথা হচ্ছে। কিন্তু আজ ঐতিহাসিক সময় এসেছে জনলোকপালকে বাস্তবায়ন করার। ’

তিনি আরও বলেন, ‘এটা গণআন্দোলনে পরিণত হয়েছে। দেশ দুর্নীতিতে ভরে গেছে। কমট্রোলার অ্যান্ড অডিটার জেনারেলের নাম দুর্নীতির সঙ্গে জড়িত। ’

শুক্রবার রাহুল গান্ধীর বক্তব্যের যৌক্তিকতা নিয়ে এদিন প্রশ্ন তোলেন সুষমা। তিনি জোরদার আবেদন করে বলেন, ‘প্রধানমন্ত্রীকে এই জন লোকপালের আওতায় আনা হোক কারণ তিনি নিজেই চান। কিন্তু তার দলের লোকেরাই প্রধানমন্ত্রীকে কথা বললে তা শোনেনা। ’

সুষমা সরাজ প্রধান বিচারপতিকেও এর আওতায় আনার আবেদন জানান। তিনি অভিযোগ করেন, বিচারব্যবস্থা আজকে খুব খারাপ পর্যায়ে চলে গেছে। বিচারব্যবস্থাকে লোকপালের আওতায় এনেই দুর্নীতির মুক্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ