ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্না হাজারেকে আমি সেলাম করি: মনমোহন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১
আন্না হাজারেকে আমি সেলাম করি: মনমোহন

কলকাতা: আমি আন্না হাজারের অনশনকে শ্রদ্ধা করি। তাকে সেলাম করি।

লোকপাল বিল নিয়ে আন্দোলনে ব্যাপক অস্বস্তিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী মনমহোন সিং লোকসভায় এমনটাই বললেন।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে তার জন লোকপালের দাবিকেও আমি শ্রদ্ধা করি। জীবন অমূল্য। আন্নার স্বাস্থ্য নিয়ে আমি চিন্তিত। তার প্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে। তার দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে। ’

মনমোহন সিং বলেন, ‘দুর্নীতি দমন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমার সহকর্মীদের বাঁচানোর কোন অভিসন্ধী নেই। মুরলিমনোহর যোশী ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেছেন। আমি পাল্টা অভিযোগের দিকে যাব না। প্রয়োজন হলে আমার সম্পত্তি খতিয়ে দেখা হোক। ৪১ বছর ধরে আমি দেশের কাজে নিয়েজিত। ’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমনকে শক্তিশালি করতে হলে কর ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আমরা প্রশাসনিক প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার চেষ্টা করব। দুর্নীতি দমন করতে হলে কার্যকরী পদক্ষেপ ও প্রযুক্তিগত প্রক্রিয়া নিতে হবে। গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। দলমত নির্বিশেষে একজোট হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। ’

এদিন বিরোধী দলনেতা সুষমা স্বরাজ একই মত প্রকাশ করেন। লোকসভার স্পিকার মীরা কুমারী বলেন, ‘সংসদের পক্ষে থেকে আন্না হাজারেকে অনশন তুলে নিতে আমি আবেদন জানাচ্ছি। ’

ভারতীয় সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ