ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সর্বদলীয় বৈঠকে আন্নার বিষয়ে সরকারের অবস্থান জানালেন মনমোহন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১
সর্বদলীয় বৈঠকে আন্নার বিষয়ে সরকারের অবস্থান জানালেন মনমোহন

কলকাতা: লোকপাল বিলের দাবিতে আন্দোলনরত সমাজকর্মী আন্না হাজারে অনশন ভাঙতে রাজী নন। এই ইস্যুতে ক্রমাগত ব্যাকফুটে যাচ্ছে ভারতের ক্ষমাতাসীন ইউপিএ সরকার।

তাই সর্বদলীয় বৈঠকে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বুধবার অনুষ্ঠিত বৈঠকের শুরুতে লোকপাল বিল নিয়ে সরকারে অবস্থান স্পষ্ট করেন তিনি।

তিনি বলেন, ‘গত ৩ জুলাই বৈঠকে স্থির হয়েছিল একটি কার্যকর লোকপাল বিল আনা হবে। সরকার এখনও সেই অবস্থানে অনড়। বিলটি গত ৪ আগস্ট লোকসভায় পেশ করা হয়েছে। বিলটি নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। এই বিষয়ে আরও আলোচনা হতে পারে। কিন্তু এরই মধ্যে আন্না হাজারে অনশনে বসেছেন। ’

তিনি আরও বলেন, ‘পূর্বে অনেকবার বলা হয়েছে সরকারও চায় আরও কার্যকর লোকপাল বিল। তবে আন্নার দাবি মেনে তা জন লোকপাল বিলে পরিণিত করা সম্ভব নয়। ’

এদিন মনমোহন সিং পরিস্কারভাবে জানিয়ে দেন, সরকারের পক্ষ থেকে তিনি আন্নাকে জানিয়েছেন বিল পেশ হলেই তা আইনে পরিণত করা সম্ভব নয়। এই বিলটি আইনে পরিণত হলে তার আগে অবশ্যই নাগরিক সমাজের সব দাবি বিবেচনা করা হবে। ’

বৈঠকে আবারও তিনি আন্না হাজারেকে অনশন তুলে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ