bangla news

ফেসবুকে ‘গুড বাই’ লিখে আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০১-১৯ ৯:২৫:৪৬ এএম
আত্মহত্যাকারী সেই ছাত্র/ছবি: সংগৃহীত

আত্মহত্যাকারী সেই ছাত্র/ছবি: সংগৃহীত

কলকাতা: ফেসবুকে তার শেষ পোস্ট ছিল ‘গুড বাই’। এ পোস্টের পর আর কোনো আপডেট নেই তার টাইমলাইনে। একপর্যায়ে জানা যায় পৃথিবীকে গুডবাই জানিয়ে পরপারে চলে গেছেন তিনি।

কলকাতার টালিগঞ্জ এলাকার পশ্চিম পুটিয়ারির ছাত্র ওই আত্মহত্যাকারী। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তার মরদেহ দেহ উদ্ধার করে পুলিশ।
 
প্রথমিকভাবে জানা যায়, একাদশ শ্রেণির এ ছাত্র পরীক্ষায় খারাপ ফল করে মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করেছেন।
 
বুধবার (১৮ জানুয়ারি) ভারতীয় সময় রাত ১১টা ১ মিনিটে সোশ্যাল মিডিয়ায় 'গুডবাই' লিখে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসএস/এএ

 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-01-19 09:25:46