ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্না হাজারের অনশনের অষ্টম দিন, উত্তাল ভারতীয় সংসদ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১
আন্না হাজারের অনশনের অষ্টম দিন, উত্তাল ভারতীয় সংসদ

কলকাতা: লোকপাল বিলের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে অনুসারীদের নিয়ে ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারের অনশন কর্মসূচি মঙ্গলবার অষ্টম দিনে গড়িয়েছে।

এদিন সকাল থেকেই তার সমর্থনে অসংখ্য মানুষ রামলীলা ময়দানে ভিড় জমান।

তবে সোমবার বিকাল থেকে অনশন মঞ্চে আন্না হাজারেকে দেখা যায়নি বা তার অনুসারীদের উদ্দেশে তিনি ভাষণও দেননি।

এ ঘটনায় আন্নার স্বাস্থ্য নিয়েও অনুসারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে আন্না হাজারের ডাক্তারি পরীক্ষার পর জানানো হয়েছে, তাঁর ওজন প্রায় ৫ কেজি কমে গেলেও শারীরিক অবস্থা ঠিকই আছে।

এদিকে আন্না হাজারের দাবি ও লোকপাল বিল নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী বুধবার বিকালে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন।

মঙ্গলবার এ বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, শক্তিশালী লোকপাল বিলের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন ৯টি দলের সাংসদরা।

মঙ্গলবার সংসদের অধিবেশন শুরুর আগে সংসদের সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এআইডিএমকে, টিডিপিসহ ৯টি দলের সাংসদরা ১ নং গেটের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

সেøাগান ও ব্যানারের মাধ্যমে তাদের দাবি জানাতে থাকেন। আন্না হাজারের সমর্থনেও সেøাগান দিতে থাকেন তারা।

তাদের দাবি, সংসদে পেশ হওয়া লোকপাল বিল প্রত্যাহার করে আরও শক্তিশালী লোকপাল বিল পেশ করতে হবে। এ প্রধানমন্ত্রীকেও লোকপাল বিলের অধীনে আনার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ