bangla news

মিস ইউনিভার্সে মালয়েশিয়ার প্রতিনিধিত্বে ভারতীয় কিরণমীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০১-১২ ৪:৫৫:৩৯ এএম
কিরণমীত কউর বলজীত সিংহ জসাল (ছবি: সংগৃহীত)

কিরণমীত কউর বলজীত সিংহ জসাল (ছবি: সংগৃহীত)

কলকাতা: মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মালয়েশিয়ার হয়ে অংশ নিতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কিরণমীত কউর বলজীত সিংহ জসাল।

ভারতীয় এ বংশোদ্ভূত পাঞ্জা‍বি হলেও মালয়েশিয়ার নাগরিক। কয়েক দশক আগে কিরণমীত সিংহের পরিবার ভারত ছেড়ে স্থায়ীভাবে মালয়েশিয়ায় অবস্থান শুরু করেন।

২০ বছর বয়সী কিরণমীত সিংহ মিস ইউনিভার্স মালয়েশিয়া খেতাব জিতেছেন। প্রতিযোগিতায় তিনি ‘মাই ডেন্টিস্ট উইনিং স্মাইল’র সহায়ক শিরোপাও বাগিয়ে নেন।

কিরণমীত সিংহ জানিয়েছেন, সাবেক মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড সুস্মিতা সেন এবং ঐশ্বরিয়া রাই তার আদর্শ।

বিশেষ করে সুস্মিতা সেনের মিস ইউনিভার্স খেতাব জয়ের পর বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি তার মধ্যে খুবই প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন এ সুন্দরী।

প্রতিযোগিতার প্রশংসা করে তিনি বলেন, নারীদের নিজের মত প্রকাশের মঞ্চ তৈরি করে এ প্রতিযোগিতা।

মডেলিংয়ের সঙ্গে চিকিৎসা নিয়ে পড়াশোনা করেন কিরণমীত সিংহ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এস.এস/ওএইচ/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-01-12 04:55:39