ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

গভীর শ্রদ্ধায় কলকাতায় বঙ্গবন্ধুকে স্মরণ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১
গভীর শ্রদ্ধায় কলকাতায় বঙ্গবন্ধুকে স্মরণ

কলকাতা: গভীর শ্রদ্ধাভরে কলকাতায় স্মরণ করা হচ্ছে বাঙালির স্বাধীন রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন নানা কর্মসূচি গ্রহণ করেছে।



সকাল সাড়ে ৭টায় কলকাতার পার্ক সার্কসে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শোক জ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপ-হাইকমিশনে কর্মরত আধিকারিক ও কর্মীরা বঙ্গবন্ধুর জীবন ও রাষ্ট্রগঠনে তার ভূমিকা  নিয়ে আলোচনা করেন।

এরপর সকাল সাড়ে ৯ টায় কলকাতার বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষের বাইরে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দেন উপ-হাইকমিশনার মুহম্মদ মোস্তাফিজুর রহমানসহ উপ-দূতাবাসের আধিকারিকরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমান বাংলাদেশ ও কলকাতার সোনালী ব্যাঙ্কের কর্মীরা।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচলানা করেন শেখ আবুল হাসেম।

এদিনটি ভারতের স্বাধীনতা দিবস বলে মঙ্গলবার এ উপলক্ষে উপ-হাইকমিশনের পক্ষ থেকে বিকেল সাড়ে ৪টায় কলকাতার বাংলা একাদেমী সভাঘরে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজু।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশর প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক। আলোচনা করবেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহমদ করিম, বিশিষ্ট সাহিত্যিক ও বাংলা একাদেমীর সভাপতি মহাশ্বেতা দেবী, নেতাজী রির্সাচ ব্যুরো চেয়ারম্যান কৃষ্ণা বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাম্মানিক অধ্যাপক জয়ন্ত কুমার রায়, দৈনিক বাংলা স্টেটসম্যান পত্রিকার সম্পাদক মানস ঘোষ প্রমুখ।

১৯৭৫ এর আজকের দিনটিতে ঘাতকের গুলিতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ