ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল এমকে নারায়ণনের হাতে রাখি পড়ালেন মমতা

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১
পশ্চিমবঙ্গের রাজ্যপাল এমকে নারায়ণনের হাতে রাখি পড়ালেন মমতা

কলকাতা: শনিবার ছিল রাখি বন্ধন উৎসব। আর এ দিনটিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্মরণীয় করে রাখলেন  মমতা ব্যানার্জি।

এদিন সন্ধ্যায় তিনি রাজভবনে  গিয়ে রাজ্যের রাজ্যপাল এমকে নারায়ণনের হাতে রাখি পড়ালেন।

এই দিনটি সম্প্রীতি দিবস হিসেবে পালন করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় তৃণমুল কর্মীদের সেইমত নির্দেশ দেওয়া হয়েছিল। তাই সকাল থেকেই প্রবল বর্ষাকে উপেক্ষা করে তৃণমুল কর্মীরা বিভিন্ন সড়কের মোড়ে মোগে পথচারীদের  রাখি পড়ান।

এদিন মহাকরণে বিকালে কবিগুরুর ছবিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। ১৯০৫ সালে বঙ্গভাগের বিরুদ্ধে রবীন্দ্রনাথের রাখী বন্ধন উৎসবকে স্মরণ করে সকলের হাতে রাখি পড়িয়ে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
তিনি রাখি পড়িয়ে দেন মুখ্যসচিব সমর ঘোষ, স্বরাষ্ট্র সচিব জি ডি গৌতমের হাতে। এর তিনি তার নিরাপত্তা রক্ষী ও মহাকরণে তার মন্ত্রকের কর্মীদের হাতে রাখি পড়িয়ে দেন।

শুধু তাদেরই নয়, এদিন মমতা রাখি পড়ান মহাকরণে দায়িত্ব পালনরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকের হাতে।

অন্যদিকে নয়াদিল্লিতেছোট ছোট শিশুরা  প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রাখী পরিয়ে দেয়। । রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, বিজেপির শীর্ষ নেতা লালকৃষ্ণ আদবানীকে রাখি পড়িয়ে দেয় ছোটরা। এই দিনটিতে সকলকে শুভেচ্ছে জানান রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।


ভারতীয় সময়: ০১০০ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ