ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

নেতাই গণহত্যায় নিহতদের পরিবারকে ৩ লাখ রুপি দিলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১
নেতাই গণহত্যায় নিহতদের পরিবারকে ৩ লাখ রুপি দিলেন মমতা

কলকাতা: সাবেক বামফ্রন্ট আমলে নেতাই গণহত্যার নিহতদের পরিবারকে ৩ লাখ রুপি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার মহাকরণে নিততদের পরিবার তার সঙ্গে দেখা করতে এলে তিনি তাদের এ অর্থ সাহায্য করেন।



এদিন মহাকরণে নিহত ৯ জনের পরিবারের লোকজন দেখা করতে আসেন। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী নিহতদের পরিবারকে অতিরিক্ত ৩ লাখ রুপি ক্ষতিপূরণ আজই দিয়ে দেওয়া হবে। ’

এজন্য পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 তিনি বলেন, ‘এ টাকা আজই নিহতদের পরিবারের ব্যাঙ্ক একাউন্টে জমা পড়বে। ’

এদিন তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দেওয়া কথা রাজ্য সরকার ভাবছে। ’

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ