ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

‘পূর্ণাঙ্গ বাজেট পেশ না হলে কেন্দ্রের আর্থিক সাহায্য পাওয়া যাবে না’

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
‘পূর্ণাঙ্গ বাজেট পেশ না হলে কেন্দ্রের আর্থিক সাহায্য পাওয়া যাবে না’

কলকাতা: রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ না করা হলে কেন্দ্রের আর্থিক সাহায্য পাওয়া যাবে না বলে শুক্রবার সাফ জানিয়ে দিলেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

এদিন তিনি রাজ্য বিধানসভায় নবনিযুক্ত বিধায়কদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে একথা জানান।



তিনি বলেন, ‘রাজ্য সরকার যদি মনে করে থাকে পূর্ণাঙ্গ বাজেট পেশ না করে বিধানসভায়  শুধুমাত্র ভোট অন অ্যাকাউন্ট পাশ করিয়ে কাজ চালিয়ে নেবে, তাহলে তা নিজের পায়ে    কুড়াল মারা হবে। ’

রাজ্য সরকারের ভারত সরকারে কাছে আর্থিক অনুদান চাওয়ার প্রসঙ্গে প্রণব মুখার্জি বলেন, ‘অতিরিক্ত আর্থিক অনুদান চাইছে রাজ্য সরকার। কী পরিকল্পনা তা রাজ্যকে সুনির্দিষ্টভাবে জানাতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে। কোনও কিছু না জেনে তুঘলকিভাবে রাজ্যকে সহায়তা করবে না কেন্দ্র। ’

উল্লেখ্য, অনেকদিন ধরেই রাজ্য সরকারকে পূর্ণাঙ্গ বাজেট  বিধানসভায় পেশ করার কথা বলে আসছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘন্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ

welcome-ad