ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় গ্যাসচালিত বাস চালাবে রাজ্য সরকার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

কলকাতা: এবার কলকাতায় মিথেন গ্যাস দিয়ে বাস চালানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

বুধবার সকালে জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুব্রত বক্সী এ কথা জানান।



তিনি বলেন, ‘দুর্গা পুজার আগে থেকেই এ পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। ’

এক্ষেত্রে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রাণীগঞ্জ ও আসানসোল অঞ্চলের কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসকে কাজে লাগানো হবে বলে জানান তিনি।

‘ওই মিথেন গ্যাসকে ট্যাঙ্কারে করে আপাতত একটি বা দু‘টি সরকারি বাস চালানো হবে। ’, বলেন তিনি।

তিনি আরও জানান, পুজোর আগেই এটা শুরু করা হবে। এই মুহূর্তে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি হিসাবে মিথেন গ্যাস ব্যবহার করে আসানসোল ও দুর্গাপুরে অটো রিকশা চলে। তার থেকেই রাজ্য সরকারের এই বিকল্প ভাবনা।

এছাড়াও গোদাবরী নদীর বেসিন থেকে সিএনজি এনে তা দিয়ে কলকাতার যানবাহন চালানোর একটি কর্মসূচি নিয়ে রাজ্য সরকার ভাবছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ