ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাকে পৃথক রাজ্যের দাবিতে আমরণ অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাকে পৃথক রাজ্যের দাবিতে আমরণ অনশন

কলকাতা: পশ্চিমবঙ্গের কুচবিহার জেলাকে পৃথক রাজ্যের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের আমরণ অনশন শুরু করেছে গ্রেটার কুচবিহার পার্টি।

এদিন প্রবল বৃষ্টির কারণে কোচবিহারের রাশমেলা ময়দানে পানি জমে যাওয়ার কারণে তারা সড়কের ওপর ওঠে এসে কর্মসূচি চালাতে থাকেন।

এদিন অনেক রাজবংশী সম্প্রদায়ের মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে কর্মসূচিতে অংশ নেন। এর ফলে শহরে ব্যাপক যানজট হয়।

অন্যদিকে, দিল্লির যন্ত্ররমন্ত্ররে একই দাবিতে ৮১জন অনশন করছেন।

অনশনকারীরা জানিয়েছেন, ‘তারা রাজ্যের কাছে নয়, সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের দাবি জানাচ্ছেন। ১৮ই জুলাই যেভাবে গোর্খাদের দাবি মেনে নেওয়া হয়েছে। গোর্খারা বাইরের লোক হয়েও তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু রাজবংশী যারা এখানকার স্থায়ী মানুষ তাদের দাবি মেনে নেওয়া হবে না কেন?’

২০০৪ সাল থেকে আমরা পৃথক রাজ্যের দাবি করছি। ভারতের স্বাধীনতার সময়ও আমরা পৃথক রাজ্য ছিলাম। অবিলম্বে আমাদের মন্ত্রীসভা গঠন করে পৃথক রাজ্যের স্বীকৃত দেওয়া হোক।

ভারতীয় সময়: ১৮৫০ ঘন্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ