bangla news

পশ্চিমবঙ্গে কয়লা খনির ধসে নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৭-১৭ ৮:৪৩:৪৯ এএম
পশ্চিমবঙ্গে কয়ালখনির ধসে নিহতদের লাশ উদ্ধার করা হচ্ছে। ছবি- বাংলানিউজ

পশ্চিমবঙ্গে কয়ালখনির ধসে নিহতদের লাশ উদ্ধার করা হচ্ছে। ছবি- বাংলানিউজ

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্ডালে শনিবার পতিত কয়লাখনির ধসে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্ডালে শনিবার পতিত কয়লাখনির ধসে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্ডালের পরাশকোল নামে বাতিল একটি কয়লা খনি বোজানোর কাজ চলছিল। সেসময় সাধারণ মানুষ তা দেখতে আসে। হঠাৎ সেখানে ধস নামায় ২ শিশুসহ ৪ জন চাপা পড়ে যায়। যন্ত্রপাতির অভাবে উদ্ধার কাজ চালাতে দেরি হওয়ায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে।

রোববার সকালে তাদের লাশ উদ্ধার করে ইর্স্টান কোল্ড ফিল্ড লিমিটেড (ইসিএল) কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি সামাল দিতে বর্ধমান থেকে পুলিশ সুপার ওঙ্কারনাথ মিনা ঘটনাস্থলে এসে অবস্থা সামাল দেন। লাশগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্থানীয় মানুষ বিক্ষোভ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কলকাতা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2011-07-17 08:43:49