ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ভারতের প্রথম আন্তর্জাতিক মানের শিল্প সংগ্রহশালা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১

কলকাতা: ভারতের প্রথম আধুনিক আন্তর্জাতিক মানের শিল্প সংগ্রহশালা ‘কলকাতা মিউজিয়াম অব মর্ডান আর্ট (কেমোমা)’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠান শুক্রবার কলকাতার টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিশিষ্ট চিত্রকর যোগেন চৌধুরী, শিল্পপতি বি এন খৈতান, রাখি সরকার ও চিত্রকর শুভাপ্রসন্ন।



সরকারি ও বেসরকারি উদ্যোগে এই সংগ্রহশালাটি নির্মিত হবে।

এ সংগ্রহ শালা তৈরিতে ভারত সরকারও আর্থিক সাহায্য করবে।

লন্ডনের টেট মডার্ন গ্যালারি বা বেইজিংয়ের ‘বার্ডস নেস্ট’ অলিম্পিক স্টেডিয়ামের মতো আশ্চর্য সব স্থাপত্যের রূপকার ‘হারজগ অ্যান্ড ডি মিউরোঁ’ সংস্থা রয়েছে ‘কেমোমা’-র নির্মাণের দায়িত্বে।

সংগ্রহশালাটির  প্রধান রাখি সরকার এ কথা জানান।

এদিনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আধুনিক  মোড়কে পশ্চিমবঙ্গের পুরানো ঐতিহ্য আবার ফিরে আসুক। বাংলাদেশের ঢাকাই ও রসগোল্লাকে আমরা এখনও ভুলতে পারি না। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ও কফি হাউসের নস্টালজিয়াকে আমরা ছাড়তে পারি না। কলকাতাকে ভারতের মধ্যে ‘কালচারাল হাব’ করতে হবে। ’

কলকাতা সংলগ্ন রাজারহাটের জ্যোতি বসু নগরীতে ১০ একর জমি নিয়ে এই সংগ্রহশালাটি গড়ে উঠছে বলে এদিনের অনুষ্ঠানে জানানো হয়।

এ সংগ্রহশালটির নির্মাণের ব্যয় সংগ্রহের জন্য এদিন বিশিষ্ট চিত্রকরদের ছবি নিলাম করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ