ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বাই হামলার আগাম কোনও খবর ছিল না: চিদাম্বরম

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১
মুম্বাই হামলার আগাম কোনও খবর ছিল না: চিদাম্বরম

কলকাতা: মুম্বাইয়ে বুধবার সন্ধ্যার সিরিয়াল বোমা বিস্ফোরণের আগাম কোনও খবর ছিল না বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।

বুধবার রাতেই প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নির্দেশে মুম্বাইয়ে পৌঁছান চিদাম্বরম।

বিমানবন্দর থেকে সোজা চলে যান তিনি ঘটনাস্থলে।  

ঘটনাস্থলে দাঁড়িয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন,‘গোয়েন্দা বিভাগের ফাঁক ছিল। তাদের কাছে কোনও আগাম খবর ছিল না। আমি তিনটি বিস্ফোরণ স্থলেই গিয়েছি। অল্প সময়ের ব্যবধানে বিস্ফোরণ হয়। দু’মাস ধরে মহারাষ্ট্র পুলিশের কাজে যথেষ্ট শৈথিল্য ছিল। তবে তথ্য না থাকা ব্যর্থতা নয়। ’

চিদাম্বরম আরও বলেন,‘জঙ্গিরা ভারতের সংহতি নষ্ট করতে চায়। সব জঙ্গি সংগঠনই সন্দেহের তালিকায় রয়েছে। ’

বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। তবে কোনও রিমোট কনট্রোল ডিভাইস ব্যবহার করা হয়নি বলেও জানান তিনি।

চিদাম্বরম আরও বলেন, ‘সন্দেহ ইন্ডিয়ান মুজাহিদিন ও লস্কর-ই-তৈবা এ কাজ করেছে। দাদারের বিস্ফোরণের মাত্রা ছিল সবচেয়ে কম। জাভেরি বাজার ও অপেরা হাউসের মধ্যমান থেকে উচ্চমানের বিস্ফোরণ হয়। ’

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞরা অঞ্চলগুলো পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন।

মুম্বাইয়ের ১৩টি হাসপাতালে আহত ১৩১ জনের চিকিৎসা চলছে। এর মধ্যে ২৩ জনের অবস্থা গুরুতর।

সরকারিভাবে ১৭ জনের নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। তবে বেসরকারি মতে নিহতদের সংখ্যা ২১ জন।

সরকারিভাবে জানানো হয়েছে, ক্ষতিপূরণ বাবদ নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সাংবাদিক সম্মেলন করে পুলিশ ও গোয়েন্দারা জানাবেন তদন্তের বর্তমান অবস্থা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ