ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহনকে ইলিশের শুল্ক তুলে নেওয়ার দাবি জানানোর অনুরোধ মমতার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
মনমোহনকে ইলিশের শুল্ক তুলে নেওয়ার দাবি জানানোর অনুরোধ মমতার

কলকাতা: এবার পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের জন্য বাংলাদেশের ইলিশ আনার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য উদগ্রীব হয়ে থাকে এপার বাংলার মানুষ।

কিন্তু এবছর পদ্মার ইলিশ আসার পরিমাণ যথেষ্ট কম। কারণ ইলিশের দাম বাড়ার কারণে এবার আমদানি কমে এসেছে।

ইলিশ আমদারিকারক ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ সরকার আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়ার কারণে দাম পড়ছে অনেক বেশী। তাই ইলিশ আনা সম্ভব নয়।

এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী।

সোমবার ইলিশ আসার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং’কে চিঠি লিখে অনুরোধ জানালেন তিনি।

এই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেছেন, ‘আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিস্তার পানি বণ্টন, সীমান্ত সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, সেই সময় মনমোহন সিং যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইলিশের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার অনুরোধ করেন। ’

মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার সর্ম্পক খুবই ভাল। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা তাকে ঢাকা থেকে টেলিফোনে শুভেচ্ছাও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ