ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে লাইনচ্যুত হয়ে ট্রেন নদীতে: আহত শতাধিক

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

কলকাতা: আসামে রোববার ডাউন গৌহাটি-পুরী এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেছে।

এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন।



ভারতীয় সময় রোববার রাত ৮টা ২০ মিনিটে আসামের কামরূপ, নলবাড়ি  জেলার রঙ্গিয়া ও ঘাঘড়পাড়ার মধ্যে ভাতকুচি এলাকায় এ ঘটনা ঘটে।

 রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। এর মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রেললাইনে একটি বিস্ফোরণ হওয়ার পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির এস-১ থেকে এস-৪ কামরা বিকট শব্দে ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ৪টি বগি লাইন  থেকে ছিটকে পাশের একটি ছোট নদীতে পড়ে যায়। আংশিক ডুবে যায় এস-১ এবং এস-২ কামরা।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, বিস্ফোরণে  রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পেছনে ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব  বোড়ো’ (এনডিএফবি)-র রঞ্জনপন্থি গ্রুপের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না  রেল কর্তৃপক্ষও। নিরাপত্তার স্বার্থে ওই রেলপথে রাতের সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।

এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও  রেলের আধিকারিকরা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এ কে মানোচা সংবাদতমাধ্যমকে বলেছেন, ‘ঘটনাস্থল  থেকে আইইডির (ইম্প্রোভাইজ্ড এক্সপ্লোসিভ ডিভাইস) তার পাওয়া গেছে।

তবে ফরেন্সিক দল না-পৌঁছানো পর্যন্ত বিস্ফোরণের কারণ বলতে চায়নি পুলিশ।

এদিকে, আহতদের গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং নলবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য সরকার তাদের চিকিৎসার খরচ বহন করছে।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দিল্লি, কলকাতা, আগরতলা এর সর্বশেষ