bangla news
সরকার গঠন

শনিবার প্রণবের সঙ্গে বৈঠক মমতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৫-১৪ ১২:৫৬:২০ এএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর সরকার গঠনের লক্ষ্যে শনিবার ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর সরকার গঠনের লক্ষ্যে শনিবার ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

তৃণমূল সূত্রে জানা গেছে, বৈঠকটি কলকাতায় হওয়ার কথা। এজন্য দিল্লি থেকে দুপুরের মধ্যে কলকাতা আসছেন প্রণব মুখার্জি।

সূত্র আরও জানিয়েছে, বৈঠকের আগে মমতা তার দলের শীর্ষ নেতাদের সঙ্গে যেমন বৈঠক করবেন, তেমনই প্রণব মুখার্জিও বৈঠক করবেন রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে।

বৈঠকে সরকার গঠন ও রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কলকাতা বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2011-05-14 00:56:20