bangla news

বাংলা ভাষায় উইকিপিডিয়া লেখকদের সম্মেলন ৯ জানুয়ারি

531 |
আপডেট: ২০১৫-০১-০৩ ৫:১১:০০ এএম

কলকাতায় আগামী ৯ জানুয়ারি উইকিপিডিয়ার বাংলা সংস্করণের দশ বছর পূর্তি উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় উইকিপিডিয়ার লেখকরা।

কলকাতা: কলকাতায় আগামী ৯ জানুয়ারি উইকিপিডিয়ার বাংলা সংস্করণের দশ বছর পূর্তি উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় উইকিপিডিয়ার লেখকরা।

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়য়ে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

‘উইকিমিডিয়া ইন্ডিয়া চ্যাপ্টার’-এর সম্পাদক জয়ন্ত নাথ বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, উইকিপিডিয়ায় বাংলা ভাষায় বেশিরভাগ লেখকই বাংলাদেশের নাগরিক। ১৭ জন এমন লেখক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ থেকে কলকাতায় আসছেন।

এছাড়া, ভারত থেকে ২২ জন বাংলা ভাষায় উইকিপিডিয়ার লেখক এই সম্মেলনে উপস্থিত থাকবেন।

আগামীতে পশ্চিমবঙ্গে এই লেখকের সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করা হবে বলে জয়ন্ত নাথ জানিয়েছেন।

এ উপলক্ষে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। ভারতের অন্য সব ভাষার লেখকরাও এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-01-03 05:11:00