ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

শিশুদের জন্য বই লিখেছেন ওবামা

আশিস বিশ্বাস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০
শিশুদের জন্য বই লিখেছেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘অব দি আই সিং: এ লেটার টু মাই ডটারস’ শিরোনামে শিশুদের জন্য নতুন একটি বই লিখেছেন।

যুক্তরাষ্ট্রের শিশুদের উৎসাহ দিতে লিখা হয়েছে বইয়ের গল্পগুলো।



প্রেসিডেন্ট ওবামার শিশুতোষ এ বইটি আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হবে। এ বিষয়ে মঙ্গলবার নিউ ইয়র্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ওবামা আমেরিকার ১৩ মনীষী, প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে বেসবল তারকা জ্যাকি রবিনসন ও শিল্পী জর্জিয়া ও’কেফির প্রতি শ্রদ্ধা জানিয়ে বইটি উৎসর্গ করেছেন।

৪০ পৃষ্ঠার বইটির প্রথম সংস্করনে ৫ লাখ কপি ছাপা হয়েছে। বইয়ের মূল্য ধরা হয়েছে ১৭.৯৯ ডলার।  

ওবামার আগে প্রেসিডেন্ট জিমি কার্টারের শিশুতোষ গ্রন্থ ‘দ্য লিটিল বেবি স্নোগল-ফিজার’ ১৯৯৫ সালে প্রকাশিত হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।