ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

একলা খুকু | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০২০
একলা খুকু | নাজিয়া ফেরদৌস

আকাশজুড়ে মেঘ গুড়গুড় খেলা
একলা খুকুর কাটছে নাতো বেলা।
দামি দামি খেলনা আছে পড়ে,
তবুও খুকুর মন বসে না ঘরে।

মন চাইছে মেঘের সাথে যেতে
বৃষ্টি নিয়ে উঠতে খেলায় মেতে।
যেমন খেলে মেঘের সাথে আলো,
লুকোচুরি খেলা লাগে ভালো।


মস্ত শহর, মস্ত বাড়ি, মস্ত খুকুর ঘর
তবুও খুকুর মন বসে না, সব লাগে পর পর!
অনেক খুঁজে খেলার সাথীরও মেলে না দেখা,
আষাঢ় মাসে একলা ঘরে রইলো খুকু একা।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।