![]() প্রতীকী ছবি |
আকাশজুড়ে মেঘের ভেলা
এলো বর্ষাকাল,
বৃষ্টি মেয়ে নৃত্য করে
সকাল বিকাল।
ফুলের বন উঠলো জেগে
বাতাস ভরা ঘ্রাণ,
দোল খায় বৃষ্টিতে ভিজে
কামিনী রঙ্গন।
বিলে ঝিলে শাপলা ফোটে
ডাঙায় কদম কেয়া,
আরো আছে ঝিঙে কুমড়া
সাথে সর্বজয়া।
মিষ্টি দোলন দোপাটি বকুল
কত রং হলুদ লাল,
ঘাসফুল বলে পাটফুল বলে
জননী তুমি- প্রিয় বর্ষাকাল।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এএ