bangla news

সবুজ শ্যামল গাঁয় | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-০৭ ২:৪২:০৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৃক্ষবিহীন ধোঁয়ার শহর
আটকা বাড়িঘর,
দম বন্ধ এই গরমে
ঘামছে গা দরদর।

চাইছে সবাই শীতল বাতাস
কোথায় পাওয়া যায়?
চল না মন শীতল ছায়ার
সবুজ শ্যামল গাঁয়।

সেথায় পাবি খোলা আকাশ
ধান পাটের ক্ষেত,
মাটির গন্ধ করবে আকুল
গল্প গান সমেত।

দিনের আলোর শেষে যখন
আঁধার নেমে আসে,
রূপালি রঙে স্নিগ্ধ আলোয়
চাঁদ আকাশে ভাসে।

সেই চাঁদেরই আবির যেন
যতনে নিবি মেখে,
শহরকে আর চাইবে না মন
মুগ্ধ মায়া রেখে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইচ্ছেঘুড়ি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-06-07 14:42:03