ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

স্বাধীন আলো-বাতাস | সুমন বিশ্বাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
স্বাধীন আলো-বাতাস | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

যুদ্ধ করে আনলো যারা মুক্ত স্বাধীন দেশ
তাঁদের প্রতি সালাম আমার বিনম্র বিশেষ।।

আমরা এখন যাপন করি নির্ভয় দিন রাত
এ সব তো মুক্তিসেনার দৃপ্ত আশীর্বাদ
যে মা বাঁচায় বায়ু জলে পেতে দিয়ে আঁচল
তারই ডাকে ছাড়লো সে জন্মমায়ের কোল
তারই জন্য জীবন সে তাঁর করলো নিঃশেষ। ।


 
আজ আমার আকাশ স্বাধীন, স্বাধীন আলো বাতাস
স্বাধীনতার গন্ধ মেখে ফুলেদের প্রকাশ
উড়ছে পাখি মুক্ত ডানায় নেই যে কোনো ভয়
সন্ধ্যা শেষে জানি কুলায় ফিরবে সে নিশ্চয়
সবুজ ধানের ক্ষেত উড়ায় কিশোরীর এলো কেশ। ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad