bangla news

শহুরে পাখি আর গাঁয়ের পাখি | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-০৭ ১২:০৭:৫২ পিএম
শহুরে পাখি আর গাঁয়ের পাখি

শহুরে পাখি আর গাঁয়ের পাখি

একটি পাখি শহর থেকে এলো আমার গাঁয়ে
তাকে আমি আদর করে বসতে দিলাম ছায়ে।
শহর জুড়ে বানের পানি শুকনো মাটি নেই
ঘুরে ঘুরে একটু খাবার পাই না কিছুতেই।

এই যে দেখ সবুজ শ্যামল মাঠ ফসলে ভরা
চাষির হাতে যতন করে আদর দিয়ে গড়া।
আপন মনে হেসে খেলে যা মনে চায় খাবে 
এমন মজার খাবার তুমি কোথায় বল পাবে!

থেকে গেল শহুরে পাখি গাঁয়ের পাখির সাথে
খায় দায় ফূর্তি করে আনন্দেতে মাতে।
গাঁয়ের পাখির ভালোবাসায় শহুরে পাখি বলে
তুমি আমার বন্ধু বড় যাব না আর চলে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইচ্ছেঘুড়ি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2017-08-07 12:07:52