ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমন্ত্রণ | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
আমন্ত্রণ | নাজিয়া ফেরদৌস আমন্ত্রণ | নাজিয়া ফেরদৌস

মন যদি চায় শান্ত হতে
আমার দেশে এসো,
খেজুর পাতার শীতলপাটির 
নিবিড় মায়ায় বসো।

ক্লান্তি তোমার ধুইয়ে দেবে
কাজল দিঘির পানি।
সবুজ মাঠে দেখতে পাবে
আনন্দ হাতছানি।


আরো পাবে মায়ের বোনের
গভীর ভালোবাসা,
স্বাধীনতার স্বপ্নমাখা
নতুন দিনের আশা।
মন ভরাবে জারি সারি
ভাটিয়ালির সুর;
পাখির গানে প্রাণ জুড়াবে
দুঃখ হবে দূর।
সরল, কোমল, মধু মাখা
বাঙালিদের মন,
ঘুরতে এসো বাংলাদেশে
রইলো আমন্ত্রণ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।