ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নৌকা ভাসাই জলে | উৎপলকান্তি বড়ুয়া

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
নৌকা ভাসাই জলে | উৎপলকান্তি বড়ুয়া নৌকা ভাসাই জলে

মেঘের ডানায় বর্ষা এলে আলো তো রয় না
রিম ঝিম ঝিম
সজিব অসীম
সবুজ অবুঝ বন-বনানী পরে জলের গয়না।

জল টল টল নামে কী ঢল স্রোত চঞ্চল নদীর
পায় খুঁজে বল
ঢেউ কল কল
সামনে উদার প্রাণপণে তার ছুটে চলা অধীর।

টিনের চালে গাছের ডালে বিষ্টি থোকা থোকা
ভিজে দাদুর ছাতা
ছিঁড়ে খাতার পাতা
থই থই থই উঠোন-জলে নৌকা ভাসায় খোকা।


ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।