ছেলেবেলা
কোথায় আমার হাওর-বাওড় কোথায় সবুজ বীথি,
কোথায় আমার নবান্নের মাঠ শুকনো মাঠের সিঁথি।
সবখানে আজ বসত বাড়ি বাগান বাড়ি কই!
কোথায় আমার ছেলেবেলার কোলাহল হইচই।
কোথায় আমার জবা বকুল হাসনাহেনা জুঁই,
স্মৃতির পাতা উল্টে এখন বিঁধছে বুকে সুই।
কোথায় আমার ডাহুক ডাকা শিশিরভেজা ভোর,
জলছিটানো সকাল বেলার কপাট খোলা দোর।
পাই না খুঁজে আগের কিছু সেসব দিনের খেলা,
ক্যালেন্ডারের পাতা ঝরে হারাই ছেলেবেলা।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।