ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মামার জামা ‍| মাহমুদ মেনন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
মামার জামা ‍| মাহমুদ মেনন মামার জামা

হাতি নেই তাও দেখো ছেলের দলের মামা
হাতির পিঠে চড়িয়ে দিলো মস্ত এক ধামা

ধামায় ভরা কলার কাঁদি বেচবে বলে মামা
বলছে হেঁকে, কোথায় তোরা? নিয়ে আয় জামা

 জামাতো নেই, উদোম গায়েই হনহন হন মামা
বললো সবে, কাণ্ড একি! মামাকেতো থামা!

 থামবে নাকো চলছে হাটে, হাতির পিঠে মামা
কলার কাঁদি বেচবে আজি, কিনতে নয়া জামা

 জামা গায়ে, শ্বশুরবাড়ি যাবে নাকি মামা
মিছে হাতির পিঠে চড়ে করছে জামা জামা

 হাতি-জামায় কাণ্ড একি করলো শুরু মামা?
ছোট্ট খোকাও ফোঁকলা হাসে দিয়ে গুঁড়ি হামা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।