ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জলবায়ু | সৈয়দ ইফতেখার আলম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, জানুয়ারি ৬, ২০১৭
জলবায়ু | সৈয়দ ইফতেখার আলম জলবায়ুর প্রভাব/ছবি: সংগৃহীত

মনের মাঝে কাঁপন ধরুক
ফাটুক খানিক ঠোঁট,
দিলে লাগুক দোল দুলানী
কমুক মনের চোট।

মোটা জামায় ঠাণ্ডা কমায়
শীত পোহাবো আজ
দিন এলো কি পৌষ ক্ষণেও
গরম গরম সাজ!

জল ও বায়ু সবই গেলো
হয় না আগের মজা
পিঠা পুলিও জাদুঘরে
সঙ্গে বাঙাল গজা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।