ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

বীর বাঙালি | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
বীর বাঙালি | বিএম বরকতউল্লাহ্

২৫ মার্চের গভীর রাতে
ঘুমিয়ে যখন ঢাকা
পাকিরা সব হামলে পড়ে
থামে জীবন চাকা।

নারী পুরুষ শিশু মারে
জ্বালায় পোড়ায় ঘর
অন্ধকারে বন্ধ ঘরে
ওঠে মৃত্যু ঝড়।



কার্ফ্যু ছিল শহর জুড়ে
বন্দি ছিল মানুষ
রক্ত নিয়ে হোলি খেলে
ওড়ায় মরণ ফানুস।

শহর জুড়ে লাশের মিছিল
রক্তে পিছিল পথ
উঠলো ক্ষেপে বীর বাঙালি
জাগলো জনমত।

বীর বাঙালি অস্ত্র ধরো
বাংলা করো স্বাধীন
জীবন দেবো বুক ফুলিয়ে
থাকবো না আর অধীন।

মরছে মানুষ লাখে লাখে
হচ্ছে শহীদ গাজী
যাবে কোথায় পাক হানাদার
হার মানতে রাজি।

রক্ত দিয়ে কেনা আমার
প্রাণের স্বাধীনতা
লিখে রেখো রক্ত দিয়ে
বীর বাঙালির কথা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।